তাড়াশে ট্রাক উল্টে চালকের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ 428 Viewsতাড়াশ,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায়। মৃত ট্রাক চালক টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার বোগলহাট গ্রামের আবুল কাসেমের ছেলে আলাউদ্দিন (৩২) । বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুজন চন্দ্র মজুমদার জানান, খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয় । রাজশাহী থেকে আম বোঝাই একটি ট্রাক ব্যাপারিদের নিয়ে টাঙ্গাইল যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা আমের ব্যাপারীরা বের হতে পারলেও চালক মারা যান। SHARES প্রচ্ছদ বিষয়: