শার্শায় ৪শ’বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ 64 Views অনলাইন ডেক্স: যশোরের শার্শা সীমান্তের শিকারপুর থেকে ৪শ’ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খোকন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বিজিবি’র সদস্যরা। আটক খোকা মিয়া শার্শার রামচন্দ্রপুর গ্রামের খেজমত আলীর ছেলে। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিওপির কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। সূত্র: ekusherkantho SHARES অপরাধ বিষয়: