ফেনীর ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares ডেস্ক রিপোর্ট : ফেনীর ছাগলনাইয়া জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফারুকের দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে আড্ডা দেওয়ার প্রতিবাদ করায় The New Star আনলাইন পত্রিকার সংবাদকর্মী এইচ এম আরমান সহ তার বাবা আবুল কাশেম, ছোট ভাই নোমান ও চাচাতো ভাই হাসিবের উপর স্থানীয় সন্ত্রাসী হারিস, কপিল, হানিফ,সোহেল ও নাঈম লাঠি সোটাসহ ধারালো অস্ত্র এবং কাঁচের বোতল দিয়ে হামলা চালায় । এতে সাংবাদিক এইচ এম আরমানসহ বাকি ৩ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ব্যাপারে জানতে চাইলে স্থানীয় মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গরিব শাহ হোসেন বাদশাহ চৌধুরী বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠিন বিচারের ব্যবস্থা নেওয়া হবে । পরবর্তীতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি মামলা দায়ের করা হয়। Post Views: ৫২ SHARES অপরাধ বিষয়: