ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০ 474 Views অনলাইন ডেক্স : ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড ১৯ পজেটিভ (+++)। আমরা উনার “GR COVID-19 Rapid Dot Blot IgG” পরীক্ষাও করেছি। উনি সেখানেও পজেটিভ অর্থাৎ উনার সিরোকনভার্সান হয়েছে। উনার সকল পরীক্ষা উনার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত Rapid Testing Kit দিয়ে করা হয়েছে। উনি বর্তমানে কোভিড নেগেটিভ নিউমোনিয়াতে ভুগছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পেরেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। Gonoshasthaya Kendra – GK SHARES স্বাস্থ্য বিষয়: