ভর্তি নেয়‌নি হাসপাতাল, অ‌্যাম্বু‌লে‌ন্সেই আইনজীবীর মৃত‌্যু

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
542 Views

অনলাইন ডেক্স: ভর্তি নেয়‌নি হাসপাতাল, অ‌্যাম্বু‌লে‌ন্সেই আইনজীবীর মৃত‌্যু

রোববার (১৪ জুন) ভোর ৬টায় তার মৃত‌্যু হয়।

ঢাকা আইনজীবী স‌মি‌তি সূ‌ত্রে জানা গে‌ছে, রাজধানীর মিরপু‌রে থাক‌তেন সিরাজুল ইসলাম (৪৮)। ‌সেখা‌নেই ৮/৯ দিন ধ‌রে জ্ব‌রে ভুগছি‌লেন তি‌নি। শ‌নিবার (১৩ জুন) দিনগত রা‌তে হঠাৎ তার ‌পে‌টে সমস‌্যা দেখা দেয়।

এরপর তা‌কে চি‌কিৎসার জন‌্য সারারাত ধ‌রে মিরপু‌রের বি‌ভিন্ন বেসরকা‌রি হাসপাতা‌লে ভ‌র্তির চেষ্টা ক‌রেও সফল হয়‌নি প‌রিবার। সব‌শেষ ডেল্টা হাসপাতা‌লের সাম‌নে অ‌্যাম্বু‌লে‌ন্সেই এ আইনজীবীর মৃত‌্যু হয়।

ঢাকা আইনজীবী স‌মি‌তির দপ্তর সম্পাদক এইচ এম মাসুম এ ত‌থ্যের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, ‘একজন মুমূর্ষু রোগী‌কে নি‌য়ে সারারাত ঘু‌রেও হাসপাতা‌লে ভ‌র্তি কর‌তে না পারাটা দুর্ভাগ‌্যজনক।

‌শেষ পযর্ন্ত অ‌্যাম্বু‌লে‌ন্সেই আমা‌দের এ সহকর্মীর করুণ মৃত‌্যু হ‌য়ে‌ছে। আমরা তার মৃত‌্যু‌তে গভীরভা‌বে মর্মাহত।’

জ্ব‌রে ভুগ‌লেও ক‌রোনাভাইরাস পরীক্ষা করা‌নো হয়‌নি আইনজীবী সিরাজুল ইসলামের। ঢাকা আইনজীবী সমি‌তির সহ-সম্পাদক সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হি‌মেল বলেন, ‘প্রয়াত সিরাজুল ইসলাম জ্ব‌রে ভুগ‌ছি‌লেন ব‌লে জান‌তে পেরে‌ছি। ত‌বে তার ক‌রোনা পরীক্ষা করা হয়‌নি।’

প্রয়াত এ আইনজীবীর বা‌ড়ি শরীয়তপু‌রে। তিনি ২০১২ সা‌লে সনদপ্রাপ্ত হ‌য়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

তার মর‌দেহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলার চানতা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।সূত্র: বিডি নিউজ, সময় টিভি