মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
312 Views

ঝিনাইদহ প্রতিনিধি :  
ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজদ্দিন হামিদ,উপজেলা হাসপাতালের টিএইচএ আনজুমানারা বেগম,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা সমাধান বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেন করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সর্বদা সতর্কতার সাথে চলা ফেরা করতে হবে এবং সরকারের বেধে দেওয়া আইন মেনে প্রয়োজনীয় যা যা করনীয় সেই দিক নির্দেশনা মেনে চলতে হবে।