বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে চিকিৎসকের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares ডেস্ক রিপোর্ট: ঘটনা ঘটনাটি ঘটেছে ভারতের ইন্দোরের ইনডেক্স মেডিকেল কলেজে। অল্প বয়সেই প্রাণ হারালেন প্রতিভাবান চিকিৎসক। নিজের বান্ধবীর সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়ে হোস্টেলের পাইপ থেকে পড়ে মৃত্যু হল তার। কলকাতা২৪ কলকাতা২৪ এর খবরে আরো বলা হয়েছে, হোস্টেলের ৩তলার পাইপ বেয়ে নামার সময় পা পিছলে মারাত্মকভাবে আহত হয় ওই যুবক। তড়িঘড়ি ইন্দোরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই চিকিৎসকের নাম আয়ুশ। আয়ুশ এবং তার বান্ধবী একসঙ্গে ইনডেক্স হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন। লকডাউনে তার বান্ধবী হোস্টেলে এলে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল আয়ুশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইনডেক্স মেডিকেল কলেজে ও আয়ুসের পরিবারে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যে দুর্ঘটনাবশত এমন কাণ্ড ঘটে যাবে তা আন্দাজ করতে পারেনি কেউই। Post Views: ১৮ SHARES আন্তর্জাতিক বিষয়: