আশুলিয়ায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
226 Views

নিজস্ব প্রতিবেদক :  ঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ইসরাফিল (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু।

সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার সাজেদুর রহমানের মালিকানাধীন ৭ তলা ভবনের নিচ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইসরাফিল বাইপাইলের শান্তিনগর এলাকার মামুনের ছেলে। সে স্থানীয় জেএল মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে আশুলিয়ার বাইপাইলের পলাশবাড়ী এলাকায় বন্ধু মামুনের বাসায় যায় ইসরাফিল। সেখানে সাজেদুর রহমানের মালিকানাধীন ৭ তলা ভবনের ছাদে ওঠে সে। এসময় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইসরাফিলের সহপাঠী মাসুদ পলাতক রয়েছে।