তাড়াশে স্প্রে মেশিন বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ 234 Viewsতাড়াশ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এডিপি’র অর্থে ১শত ৯৫ জন কৃষকদের মাঝে এ স্প্রে মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা নির্বাহী অইফসার ইফ্ফাত জহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: