পটুয়াখালীতে বিরল প্রজাতির “তক্ষক” সহ বন্যপ্রাণী পাচারকারী আটক

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
414 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে বিরল প্রজাতির তক্ষক সহ ১ জন বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সদর থানাধীন মধ্য ধারান্দি এলাকায় অভিযান পরিচালনা করে একটি বন্যপ্রাণী “তক্ষক” উদ্ধার করে। এসময় তক্ষক পাচারের অভিযোগে মোঃ সম্রাজ হাওলাদার(৩৫)কে আটক করা হয়।


র‌্যাব-৮ কোম্পানি অধিনায়ক মোঃ রইছ উদ্দিন জানান, আটককৃত তক্ষক পাচারকারী মোঃ সম্রাজ হাওলাদার সংঘবদ্ধ তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন। আটককৃত আসামিকে উদ্ধারকৃত তক্ষকসহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।##