পটুয়াখালী হাসপাতালের আইসোলোশন ইউনিটে চিকিৎসাধীন ২জনের মৃত্যু

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
256 Views

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা আইসোলোশন ইউনিটে চিকিৎসাধীন দুই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার ভোর ৬টার সময় ও গতকাল রাতে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন হলো হাসিনা বেগম(৬৫)। তার বাসা শহরের গোড়স্থান রোড এলাকায়।

আরেকজন আবু জাফর (৬০) তার বাসা শহরের ৯নং ওয়ার্ডে নন্দকানাই এলাকায়। এরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি পর তাদের নমুনা পরীক্ষা সংগ্রহ করা হলেও ফলাফল এখনও আসেনি বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাঃ কামরুজ্জামান। তিনি বলেন, রিপোর্ট আসতে কিছুটা সময় লাগে তারপরেও মুত ব্যক্তিদের কোভিড ১৯ প্রোটোকল অনুযায়ী জানাযা ও দাপন কাজ সম্পন্ন করা হবে বেং সেই মোতাবেক তাদের পরিবারের সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, করোনা ভাইরাসে জেলায় মোট আক্রান্ত ১৯৩জন যার মধ্যে মারা গেছে ১১জন। এছাড়া গত ১৪/১৫দিনে শহরে বিশেষ করে পৌর এলাকায় করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিন্হিত করে লকডাউন করার জন্য সুপারিশ পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ে।