ফেনীর বেকের-বাজার নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ 262 Views এইচ এম আরমান ফেনী প্রতিনিধি: দাগনভূঞার বেকের বাজারে আজ দুপুর একটার দিকে কে.কে ট্রাভলস এর ১টি বাসের সাথে অপর প্রান্ত থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতকে উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা কে.কে ট্রাভলস এর একটি বাস অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাককে বেকের বাজার এলাকায় অতিক্রম করার সময় বাস ও ট্রাকের সংঘর্ষ লেগে যায়। এতে রাস্তার পাশে থাকা এক পথচারী গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ওই যাত্রীকে উদ্ধার করে দাগনভূঞা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। SHARES সারা বাংলা বিষয়: