ঝিনাইদহে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
240 Views

অনলাইন ডেক্স: ঝিনাইদহে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার কলাহাট এলাকা থেকে রেজাউল ইসলাম নামের ওই অভিযুক্তকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, প্রায় ১ বছর আগে হোটেল কর্মচারী রেজাউলের সাথে নির্যাতিত মেয়েটির মা নাজমা খাতুনের বিয়ে হয়। ৩ কন্যা সন্তান নিয়ে কালীগঞ্জ উপজেলা শহরের কলাহাট এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোররাতে মেয়েটির মা বাড়ির বাইরে গেলে সৎ বাবা রেজাউল ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকালে বাসায় ফিরে মেয়েটির কাছ থেকে ধর্ষণের ঘটনাটি জানে তাড় মা। এরপর মেয়েটির মা সন্ধ্যায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউলকে আটক করে।

সূত্র: কারেন্ট নিউজ ডট কম