ফেনীতে মাদ্রাসা শিক্ষক মামুনকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করেছে ফেনী র্যাব – ৭ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 326 Viewsফেনী প্রতিনিধি : র্যাব জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে জাহাঙ্গীরকে শহরের মাস্টার পড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর নিজেকে যুবলীগের নেতা পরিচয় দেয় বলে দাবী স্থানীয়দের। ঘটনারপর থানায় এ বিষয়ে অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে ছিল সে। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষককে চাপ প্রয়োগ করে বিষয়টি আপোষ হয়েছে বলে এক সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে বাধ্য করেছিল জাহাঙ্গীর ।এই ঘটনায় সময় টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়। অবশেষে গত রাতে তাকে র্যাব আটক করলে শেষ রক্ষা হয়নি তার। বুধবার সকালে জাহাঙ্গীরকে ফেনী র্যাব অফিস থেকে ফেনী মডেল থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে অভিভাবকের কাছে বকেয়া বেতন চাওয়ায় পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত দারুল ঈমান ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। ১৫ মে রোববার বিকালে মাদ্রাসার সামনে এই হামলা চালানো হয়। হামলাকারী ফেনী শহরের পূর্ব উকিল পাড়ার মুন্সি পুকুরের পূর্ব পাশের আবুল বশরের ছেলে জাহাঙ্গীর আলম। SHARES অপরাধ বিষয়: