পটুয়াখালীতে হাসপাতালের নার্সসহ নতুন আক্রান্ত-৫,মোট আক্রান্ত-১৯৮ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ 322 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সসহ নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। আক্রান্তদের মধ্যে দুই জনের বাড়ি সদর উপজেলায়, এক জনের বাউফলে, এক জনের বাড়ি গলাচিপায় ও এক জন কলাপাড়া হাসপাতালের নার্স। নতুন আক্রান্ত সবাই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন। SHARES স্বাস্থ্য বিষয়: