তাড়াশ উপজেলা পরিষদের চত্বর ঢালাই কাজের উদ্বোধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ 48 Viewsমহসীন আলী তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদের চত্বর ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার ২২ জুন সকালে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার এডিপি ও রাজ¯^ অর্থায়নে উপজেলা পরিষদের চত্বর ও উপজেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত রাস্তা নির্মানের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার বেশী বরাদ্দে মেসার্স আনোয়ার হোসেন কাজ করছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেরা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, পৌরসভার সচিব আশরাফুল আলম ভুইয়া,ইঞ্জিনিয়ার আজিজ খান,প্রকৌশলী জাহাঙ্গীর হোসন প্রমুখ। SHARES জেলা/উপজেলা বিষয়: