সিগারেট দাম বেশি নেয়ায় পুলিশের অভিযান TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares অনলাইন ডেক্স: রাজধানীর ধানমন্ডি-২৭, শংকর ও মোহাম্মদপুর এ বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে বেনসন এবং গোল্ডলিফ সিগারেট বিক্রি করায় দোকানীকে পুলিশের হুঁশিয়ারী প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ধানমন্ডি-২৭, শংকর ও মোহাম্মদপুর এ বিভিন্ন এলাকায় দোকানে এ হুঁশিয়ারি প্রদান করা হয়। ২০২০-২০২১ অর্থ বৎসরের বাজেটে প্রতি বছরের ন্যায় সিগারেটের শলাকা মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা হলেও ধানমন্ডি-২৭ এর বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে সিগারেট বিক্রি করে যাচ্ছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানের মাধ্যমে এর সত্যতা খুঁজে পায়। বেনসন ও গোল্ডলিফ প্রতি শলাকা নির্ধারিত দামের থেকে ১ টাকা বেশি বিক্রি হচ্ছিল। এ ঘটনায় পুলিশ কঠিন হুঁশিয়ারি প্রদানের মাধ্যমে দোকানদারদেরকে সতর্ক করেন। ভবিষ্যতে এমন অভিযোগ কেউ করবে না বলে দোকানীরা অঙ্গীকার করেন। Post Views: ৭৮ SHARES ফিচার বিষয়: