ধর্মপাশা হাওরের পানিতে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ 44 Viewsসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঝড়ো বাতাসের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে সুমাইয়া আক্তার (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (২২ জুন) সকালের দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরে এ নিহতের ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার ওই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। সে চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানায়, চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণের কথা ছিল। আজ সকালের দিকে চকিয়াচাপুর গ্রাম থেকে একটি ছোট ডিঙি নৌকায় করে শৈলচাপড়া হাওর পাড়ি দিয়ে সুমাইয়া আক্তারসহ ৭/৮ জন শিক্ষার্থী বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে গিয়ে সকলেই পানিতে তলিয়ে যায়। এ সময় নৌকার চালকসহ অন্য শিক্ষার্থীরা সাঁতরে জীবন বাঁচাতে পারলেও সুমাইয়া নিখোঁজ হয়। পরে সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় লোকজন হাওর থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে। পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, বিস্কুট শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল। স্কুল যেহেতু বন্ধ সে কারণে শিক্ষার্থীদের তো স্কুলে যাওয়ার কথ৷ নয়।কেন এমনটি হয়নি তা খতিয়ে দেখা হবে। SHARES সারা বাংলা বিষয়: