ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares প্রেস বিজ্ঞপ্ত নং-জস/৯৮৯/২০১৯-২০ ০৮ আষাঢ় ১৪২৭ ২২ জুন ২০২০ আগামী ১ জুলাই ২০২০ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ঈঙঠওউ-১৯ চধহফবসরপ উদ্ভূত পরিস্থিতিতে সংক্ষিপ্তভাবে দিবসটি উদ্যাপিত হবে। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত কর্মসূচি প্রণয়নের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আজ ২২ জুন ২০২০ সোমবার উপাচার্যের অফিস সংলগ্ন কক্ষে ¯^াস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন। সভায় দিবসটি উপলক্ষ্যে সংক্ষিপ্ত কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে : ঐদিন সকাল ১০:৩০টায় উপাচার্য ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো; সকাল ১১টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আলোচনা সভা। আলোচনা সভায় জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম সংযুক্ত হয়ে মূল বক্তব্য প্রদান করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া, এই অনলাইন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন দু’জন উপাচার্য, একজন ডিন, একজন প্রভোস্ট এবং একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটসহ সংশ্লিষ্ট অন্যান্যরা সংযুক্ত হবেন। —————– (মাহমুদ আলম) পরিচালক জনসংযোগ দফতর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা- ১০০০, বাংলাদেশ ফোন : ৯৬৭০৪২৩ ফ্যাক্স: ৮৮০-২-৯৬৬৭২২২ email: publicrelations@du.ac.bd Post Views: ৭১ SHARES প্রচ্ছদ বিষয়: