বাউফলে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ 56 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ট্রলার ঘাটে গোসল করতে গিয়ে মেহেদী হাসান (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়ে যায়। ওই যুবক পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চর কাজল ইউনিয়নের বড় সিবা গ্রামের বাবুল হাওলাদের ছেলে। সোমবার (২২জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের জনতা ব্যাংক সংলগ্ন ঘাটে (ট্রলার ঘাট) এ ঘটনা ঘটে। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নিখোঁজ মেহেদী তার চাচা জহিরুল ইসলাম হাওলাদারের পণ্যবাহী ট্রলারে কালাইয়া আসে। ঘটনার সময় খালে গোসল করতে নামলে নিখোঁজ হয়ে যায়। ধারনা করা হচ্ছে, গোসল করতে নামলে ¯্রতের টানে ঘাটে নোঙর করা ট্রলারের নিচে চলে যায় মেহেদী। ওই ঘাটে বেশকিছু ট্রলার নোঙর করা থাকায় হওয়ায় বেরিয়ে আসা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি। এবিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ জানান,‘ ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যরা গিয়েছে। বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে জানানো হয়েছে। ডুবরীদলে আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে। SHARES প্রচ্ছদ বিষয়: