ফোন করে সৌদি আরবের ‘দুঃখপ্রকাশ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ 36 Views অনলাইন ডেক্স: করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর বিদেশ থেকে হজে যাওয়ার সুযোগ বন্ধ রাখতে হওয়ায় সৌদি আরব সরকার ‘দুঃখ প্রকাশ’ করেছে বলে জানিয়েছেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, সৌদি কর্তৃপক্ষ সোমবার রাতে টেলিফোনে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ওই সিদ্ধান্ত জানিয়েছে। “সৌদি সরকারের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়। জানানো হয়, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকি থাকায় তারা এ বছর বাংলাদেশ তথা বাইরের কোনো দেশ থেকে কোনো হাজি নিতে পারছেন না। “এজন্য বাংলাদেশের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং ধর্মপ্রাণ নাগরিকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন তারা।” নতুন করে বিদেশিদের কেউ হজের জন্য সৌদি আরবে যেতে না পারলেও সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যকদের নিয়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে ধর্মীয় জমায়েতের এই আনুষ্ঠানিকতা। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছে বলে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন। সৌদি সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের হজে যাওয়া হলো না। ধর্ম সচিব বলেন, চলতি বছর হজে যেতে ইচ্ছুক নিবন্ধিত হজযাত্রীরা চাইলে তাদের টাকা ফেরত নিতে পারবেন। টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়টা বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। তিনি বলেন, যে কেউ না যেতে চাইলে টাকা ফেরত পাবেন আর কেউ টাকা রেখে দিলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন। টাকা কোন দিন থেকে উত্তোলন করতে পারবেন জানতে চাইলে ধর্ম সচিব বলেন, বুধবার দুপুরে এই বিষয়ে একটি সভা হবে। সভায় সিদ্ধান্ত আসবে কোনদিন থেকে টাকা উত্তোলন করা যাবে। এই ঘোষণা আসার আগেই এ বছর করোনাভাইরাসের কারণে হজে যেতে পারছেন বলে ধরে নিয়েছিলেন অনেক নিবন্ধনকারীরা। সূত্র: bd news SHARES ইসলাম বিষয়: