গণস্বাস্থ্যের কিটের নিবন্ধন দিল না ঔষধ প্রশাসন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares অনলাইন ডেক্স: করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর দেশের এই জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারিগরি কমিটির সুপারিশ গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন প্রদান করেনি। প্রায় এক মাস ধরে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে গত ১৬ জুন ওষুধ প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয় বিএসএমএমইউ। গণস্বাস্থ্য কেন্দ্র বলেছে, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ শিগগিরই তারা জানাবে।। সূত্র: swadeshnewsbd24 Post Views: ৪৬ SHARES স্বাস্থ্য বিষয়: