ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে তিন লাখ টাকা লুট TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়নের মৃগালী গ্রামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করে তিন লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় ব্যবসায়ীর স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে শনিবার তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মৃগালী মোড়ে মনোহারী ব্যবসায়ী আমিনুল ইসলাম ফাইজুলকে (৫৫) পূর্ব শত্রæতার জেরে একই গ্রামের ইসলাম উদ্দিন, আব্দুর রাজ্জাক,আব্দুল গফুর ও অজ্ঞাত চার পাঁচ জন তার দোকানে হামলা চালিয়ে ফাইজুলকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা দোকানের ক্যাশবাক্সে রাখা ব্যবসার এবং জমি ক্রয়ের নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। রাতে আহত ব্যবসায়ীর ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে ফাইজুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।## Post Views: ২২২ SHARES অপরাধ বিষয়: