সুনামগঞ্জে যাত্রীবাহি নৌকা ডুবে ২জন নিহত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ 26 Views সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা ডুবে দুজন নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে ১০ টার দিকে দিরাই থেকে উজান ধল গ্রামে যাওয়ার পথে ১১টার ঝড়ের কবলে পড়ে এই নৌ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষিণ ভাবে তাদের নাম পরিচয় জানা যায় নি। নিহত একজনের বয় হবে আনুমানিক ৫৫ বছর অপর জন শিশু তার বয়স ১২ বছর। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারে লোক। কালণী নদীতে যাত্রীবাহী নৌকাটি ঝড়র কবলে পড়ে ডুবে যায়। ১৬ জন থাকেলেও অন্যরা সাঁতরে পাড়ে ওঠতে পারলেও ঐ দুজন নদীতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নৌকার অন্য যাত্রীরাও মৃত দুজনের পরিচয় জানাতে পারেন নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্ঠ করছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা দেখা হচ্ছে। SHARES দুর্ঘটনা বিষয়: