যুবকদের উদ্যোগ সড়ক সংস্কার এলাকাজুড়ে প্রসংসা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares গ্রামের যুবক-তরুণরা যখন সংড়কটি সংস্কারে নেমে পড়লেন, তখন সকল মহল তাদের উৎসাহ দিলেন, অনেকে তাদের সাথে কোদাল ও টুকরি হাতে অংশ নিলেন, কেউ সামান্য অর্থ সহায়তা দিলেন। প্রবাসীরা রাখলেন বিশেষ ভুমিকা। করোনার এমন উপার্যনহীন সময়েও ইট, ভিটে বালু খরিদের জন্য অর্থ পাঠালেন। এইভাবে নির্মিত হচ্ছে এক কিলোমিটার দীর্ঘ একটি ইট কার্পেটিং সড়কে এখন অবসানের অপেক্ষায় অর্ধ শতব্দীর বেশী সময়ের ভোগান্তীর। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের অজপাড়া ছোট ধলিয়া গ্রামে মরহুম বাচ্ছু ভূঁঞার নামে রাস্তাটি এক কিলোমিটার সরু কাঁচা রাস্তা, বিভিন্ন স্থান ভাঙাচোরা, কোথাও মজে গিয়ে ধানের জমিতে মিশেছে। বৃষ্টি হলেই ভাঙা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন এক গ্রামের দুই সহস্রাধিক মানুষ। বেশী সমস্যায় পড়েন মুমূর্ষ রোগী, কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ নারী-পুরুষদের। দুর্ভোগপিড়িত গ্রামবাসী দীর্ঘ ৪০/৫০ বছর যাবৎ জনপ্রতিনিধিসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থায় ধর্ন্যা দিয়েছেন বার বার। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গতকাল তাই এখন যুবকদের উদ্যেগে স্বেচ্ছাশ্রমে মরহুম বাচ্ছু ভূঁঞার নামে ইটের সলিং রাস্তাটি নির্মিত হচ্ছে।জেলা সদর থেকে শর্শদি, পাঁছগাছিয়া, রাজাপুর ইউনিয়ন হয়ে দাগনভূঁঞা উপজেলার সাথে গ্রামীণ সংযোগ সড়কের শাখা সড়ক এটি। এই রাস্তা দিয়ে ধলিয়া গ্রাম ছাড়াও আশ-পাশের কয়েকটি গ্রামের মানুষ যাতায়ত করেন। স্হানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক সত্যতা নিশ্চত করে জানান যুবকদের এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে। আরিফুল ইসলাম (বার্তা সম্পাদক) “দ্যা নিউ স্টার” Post Views: ৫১ SHARES প্রচ্ছদ বিষয়: