ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ থেকে ফেন্সিডিল উদ্ধার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মতিয়ার রহমান ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ র্যাব-৬ মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান থেকে ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক ব্যবসায়ী আটক করেছে। সোমবার রাতে ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরীর সামনে থেকে তাদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র্যাব সিপিসি-২ থেকে এক মেইল বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গা থেকে একটি মিষ্টি কুমড়া বহনকারী পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল ঢাকায় নেওয়া হচ্ছে। সংবাদ পেয়ে ঝিনাইদহের র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে¡ শহরের বিসিক শিল্প নগরীর সামনে মহাসড়কে চেক পোষ্ট বসায়। একটি মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ চেক পোষ্টের সামনে আসলে থামার সিগন্যাল দেয়। এসময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ড্রাইভার মারুফ হোসেন (২৪) ও সহযোগী হাসমত মোল্লাকে আটক করে। পরে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান তল্লাসি করে ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা। Post Views: ৬৪ SHARES অপরাধ বিষয়: