বাউফলে চাল ব্যবসায়ীর অর্থদন্ড TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নিম্মমানের চাল একটি খ্যাতনামা কোম্পানীর নামে প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুরে পটুয়াখালী এনএসআই’র একটি টিম বাউফলের বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরে অভিযান চালায়। এ সময় তারা স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহিমের গুদাম থেকে প্রায় ১৬০ বস্তা নিম্মমানের চাল আটক করেন। চালগুলো একটি খ্যাতনামা কোম্পানীর লোগো থাকা প্লাষ্টিকের বস্তায় ভরে বাজারজাত করার প্রস্তত নেয়া হচ্ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইণে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। Post Views: ১১৪ SHARES অপরাধ বিষয়: