ওমর আলী হত্যায় জড়িত মা ছেলে আটক TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মতিয়ার রহমান ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জে গরুতে ক্ষেত খাওয়া কেন্দ্র করে ওমর আলী হত্যার সাথে জড়িত নিহতের চাচাতো ভাই আল মামুন (২০) ও তার মা জহুরা খাতুনকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি কাঠের বাটাম উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার মোল্ল্যাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। উল্লেখ,গত সোমবার বিকালে চাচাত ভাইদের হাতে ওমর আলী নিহত হয়। মঙ্গলবার তার বাবা ৪ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানাতে একটি হত্যা মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানার অফিসাসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান মিয়া জানান, পুইয়ের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে উপজেলার মোল্ল্যাডাঙ্গা গ্রামের ওমর আলী হত্যার ঘটনায় তার পিতা সফিয়ার রহমান একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলাতে তার ভাই আব্দুর রশিদের স্ত্রী জহুরা, ও তার দুই ছেলে আল আমিন ও আল মামুন এবং মেয়ে ঝরনাকে আসামী করা হয়েছে। মামলা দায়েরের পর থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী আল মামুন ও তার মা জহুরাকে আটক করে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে। Post Views: ৪৭ SHARES অপরাধ বিষয়: