মাদারীপুরের রাজৈর ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেল কলেজ পড়ুয়া ছাত্রের TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares বি.এম.হানিফ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে নির্মানাধীন ঘরের দেয়ালে মটর পাম্প দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুপঙ্কর মাঝি পঙ্কজ (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুর তিনটার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে । নিহত ওই কলেজ ছাত্র একই গ্রামের বকুল মাঝির ছেলে । সে বরিশাল সরকারি বি.এম কলেজের বিএ (সম্মান) ২য় বর্ষের ছাত্র ছিল । হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর তিনটার দিকে নিজেদের নির্মানাধীন ঘরে পানি দেয়ার জন্য মটর পাম্প মেশিন বিদ্যুৎ সংযোগ দিতে যায় । এসময় সুপঙ্কর মাঝি পঙ্কজ বিদ্যুতায়িত হয়ে পড়ে । পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানান। । কর্তব্যরত ডাঃ শিউলি দাস বলেন, ওই কলেজ ছাত্রকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় । Post Views: ৯৯ SHARES দুর্ঘটনা বিষয়: