পটুয়াখালীতে নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ 10 Viewsএম.নাজিম উদ্দিন পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জি.এম.সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খাঁন, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল,নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: