কোটচাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুটি ফার্মেসীকে ২২ হাজার টাকা জরিমানা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares এসএম রায়হান.কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহা পরিচালকের সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয় হতে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বাজার তদারকী অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৮জুলাই) সকালে কোটচাঁদপুর কলেজ বাসষ্ট্যান্ডের আয়ুব ফার্মেসী ও মহেশপুর বাজারে রায়হান মেডিকেল হলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ঔষধ বিক্রি করার অপরাধে কোটচাঁদপুর আয়ুব ফার্মেসীকে ১৫ হাজার ও মহেশপুর বাজারে রায়হান মেডিকেল হল কে ৭ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসাবে জরিমানা করা হয়। এর পাশাপাশি ভোক্তা ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়। ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহঃ পরিচালক সুচন্দন মন্ডলের নের্তৃত্বে বাজার তদারকীর সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের অন্যতম সদস্য এমএ কবির ও জেলা পুলিশের একটি টিম। Post Views: ৭৯ SHARES অপরাধ বিষয়: