শেরপুরে পুকুরের পানিতে ডুবে কিশোরগঞ্জের এক শিশু নিহত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার খাদিজা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খাদিজা কিশোরগঞ্জ সদর উপজেলার কাঠমিস্ত্রী দুলাল মিয়ার মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাদিজা আক্তার নিজেদের বাড়ি কিশোরগঞ্জ থেকে বাবা-মায়ের সাথে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামে নানা বাচ্চু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে খাদিজা তার নানার বাড়ির অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এসময় পানিতে ডুব দিয়ে সে আর ওপরে আসেনা। পরে অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা খাদিজাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Post Views: ৭১ SHARES দুর্ঘটনা বিষয়: