স্বর্ণের বারসহ ৫ চোরাকারবারী সদস্য গ্রেপ্তার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares অনলাইন ডেক্স : ঢাকার ধামরাইয়ের পটল এলাকা থেকে ৫ জন স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে ধামরাইয়ের পটল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের বারসহ মোট ২৫ ভরি স্বর্ণাংকার উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এব্যাপারে, ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) মাছুদুর রহমান জানান, বুধবার রাতে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ‘নাইট রাউন্ড’ টহল ডিউটিকালে ধামরাই বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান। পরে ধামরাই থানা পুলিশের সহযোগীতায় প্রাইভেটকারের চালক ও দুই যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদকালে আটককৃতরা জানান, তাদের অপর এক সহযোগী পটল এলাকার বিদেশ ফেরত রুবেলের বাড়িতে বিদেশ থেকে শুল্ক ফাকি দিয়ে আনা স্বর্ণ আনতে গিয়েছে। পরে পুলিশ বিদেশ ফেরত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রুবেলসহ চক্রের আরো এক সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বারসহ মোট ২৫ ভরি স্বর্ণংকার উদ্ধার করা হয় বলেও জানান তিনি। সূত্র: Bartabazar Post Views: ৫৮ SHARES প্রচ্ছদ বিষয়: