বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের সহকারীর TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ 488 Viewsঢাকার মাতুয়াইল এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে বাসচালকের সহকারীর। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে গেছেন স্বজনেরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫)। মারা যাওয়া চালকের সহকারীর নাম আবদুল কুদ্দুস (৪৫)। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দুটি কন্যাসন্তান আছে। আহত সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, তাঁরা চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে বাসটি যখন মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে আসে, তখন বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি ও তাঁর বাসের হেলপার কুদ্দুস আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কুদ্দুস মারা যান। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক বলেন, দুর্ঘটনার কবলে পড়া বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে উভয় পরিবহনের চালকই পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। SHARES সারাদেশ বিষয়: