ঈদগাহে নয়, এবারও ঈদের জামাত মসজিদে TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares আসন্ন ঈদুল আজহার জামাত উন্মুক্ত স্থানে নয়, মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাত উন্মুক্ত স্থানে না করে মসজিদে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন। আরিফুল ইসলাম (বার্তা সম্পাদক) “দ্যা নিউ স্টার” Post Views: ৪৩ SHARES ইসলাম বিষয়: