আমাকে আটকে রাখা যাবে না ‘ছয় মাসের বেশি, র্যাবকে সাহেদের চ্যালেঞ্জ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০ 28 Viewsরিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় চ্যালেঞ্জ ছুড়ে দেন র্যাব কর্মকর্তাদের দিকে। বলেন, ছয় মাসের বেশি তাকে আটকে রাখা যাবে না। বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয় সাহেদকে। পরে তাকে র্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া র্যাবের এক কর্মকর্তার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় সাহেদ বেশ কয়েকবার দম্ভোক্তি করেন। র্যাব কর্মকর্তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাহেদ বেশ কয়েকবার বলেছেন, আমাকে ছয় মাসের বেশি আটকে রাখা যাবে না। আর যেসব সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা আমাকে নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছে। আমি তাদেরও দেখে নেব।এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, সাহেদ একজন ঠান্ডা মাথার প্রতারক। তিনি আগেও জেলে গেছেন। ফলে আইনি বিষয়গুলো তার ভালোভাবেই জানা। সে নানা সময় নানা কথা বলছে। বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছে। আরিফুল ইসলাম (বার্তা সম্পাদক) “দ্যা নিউ স্টার” SHARES অপরাধ বিষয়: