পটুয়াখালীতে নতুন শনাক্ত-২২,মোট করোনা অক্রান্ত-৭৭৪ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, অফিসার ইনচার্জ, কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জন সদর উপজেলার, ৩ জন বাউফলের, ২ জন দুমকির ও ১ জনের বাড়ি কলাপাড়া উপজেলায়। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপিল। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৫ জন। Post Views: ৬৮ SHARES স্বাস্থ্য বিষয়: