পটুয়াখালী শহর সাজাতে স্ব-উদ্যোগে বৃক্ষরোপণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ 8 Viewsপটুয়াখালী প্রতিনিধি: “এসো গাছ লাগাই শহর সাজাই, কৃষ্ণচূড়ায় পটুয়াখালী” এই শ্লোগান নিয়ে সুবজায়নের লক্ষ্যে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গাছের চারা লাগাচ্ছে একদল উদ্যোমী বন্ধু। আজ বেলা ১১টায় এ কার্যক্রম শুরু হয়। প্রথমদিন শতাধিক কৃষ্ণচুড়া গাছের চারা রোপনসহ রক্ষনাবেক্ষনের জন্য চারার চারিপাশে জাল দিয়ে বেড় দিয়ে দেয়া হয়েছে। গত কয়েক বছর ধরেই শহরের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে যাচ্ছে এই যুবকেরা। যারা অক্সিজেনের ফেরিওয়ালা হিসাবে পরিচিত। প্রতিবছরের ন্যায় এবছরও এসকল উদ্যোমী বন্ধুরা মিলে উদ্যোগে শহরের সোনালী ব্যাংক মোড় থেকে জেলগেট পর্যন্ত রাস্তার দুইপাশে ৫শতাধিক কৃষ্ণচুড়া গাছ রোপন করার উদ্যোগ গ্রহন করেছেন। ইতিমধ্যে শহরের পরিত্যক্ত স্থান কিংবা রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছ রোপন করে বেশ সাড়া জাগিয়েছে তারা। আগামী প্রজন্মের জন্য নির্ভেজাল অক্সিজেন ও সবুজায়নের লক্ষ্যে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের কয়েকজন বন্ধু এ গাছ রোপন করেছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম দেখে সমাজের অন্যান্যদেরও এগিয়ে আসা উচিত। SHARES সারা বাংলা বিষয়: