ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভিটে হারানো ৩৭ পরিবারকে সহায়তা বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ 26 Viewsময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভয়াল থাবায় ভিটে হারানো ৩৭ টি পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন প্রদত্ত সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে ভিটে ও ফসলি জমি হারাচ্ছে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দারা। গত কিছু দিনে ৩৭ টি পরিবার তাদের ভিটে মাটি সর্বস্ব হারিয়েছে। ভিটে হারানো পরিবার গুলোকে ময়মনিসংহ জেলা প্রশাসন প্রদত্ত খাদ্য সহায়তা (ত্রিশ কেজি চাল) ও নগদ অর্থ সহায়তা ( প্রত্যেককে ২০০০/- টাকা) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সহায়তা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: