বাউফলে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সরকারের খাস খতিয়ানের জমি দখল করে একটি পাঁকা ভবন নির্মাণ করা হচ্ছে। সংবাদ পেয়ে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় ওই ব্যবসায়ি। আজ সকালে উপজেলার কনকদিয়া বাজারে ওই ঘটনা ঘটেছে। সরেজমিন দেখা গেছে, কনকদিয়া বাজারের পূর্ব পাশে একটি করাত কলের কাছে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের দেড় শতাংশ জমি দখল করে কাঠ ব্যবসায়ি নিজাম কাজী পাঁকা ভবন নির্মাণ করছেন। ইতি মধ্যে ওই ভবনের ইটের গাঁথুনি শেষ করা হয়েছে। ছাদ ঢালাইর জন্য রড বাঁধার কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ছাদ ঢালাই দেয়া হবে। ওই মুহুর্তে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিজাম কাজী ঘটনাস্থল থেকে গা ঢাকা দেন। এরপর বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে ০১৭১৪৮৯৬৪১৫ একাধিক বার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে। এ বিষয় বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী বলেন,‘ নিজাম কাজীকে খাস জমিতে ভবন না করার জন্য নিষেধ করা হয়েছে। তার পরে তিনি কি ভাবে ভবন নির্মাণ করছেন ? আমি বিষয়টি দেখছি। Post Views: ১২৮ SHARES অপরাধ বিষয়: