বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে ৩১ জুলাই পর্যন্ত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares বিদ্যুতের আবাসিক গ্রাহকরা ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল কোনো প্রকার বিলম্ব মাশুল ছাড়াই ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে আদেশ জারি করেছে। এর আগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুতের আবাসিক গ্রাহকদের বকেয়া বিল পরিশোধে সময় বেধে দেয়া হয় ৩০ জুন পর্যন্ত। এই সময়ে বকেয়া বিল পরিশোধ ৫ শতাংশ বিলম্ব ফি মওকুফ করা হয়। কিন্তু ভুতুড়ে বিলের কারণে অনেকেই এই সময়ে বকেয়া বিল পরিশোধ করতে পারেননি। এখন আগামী ৩১ জুলাই পর্যন্ত ৫ শতাংশ বিলম্ব মাশুল ছাড়াই বিল পরিশোধ করা যাবে। আরিফুল ইসলাম (বার্তা সম্পাদক) “দ্যা নিউ স্টার” Post Views: ৪৭ SHARES সারা বাংলা বিষয়: