সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার নদীতে নৌকার ডুবির নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ 40 Viewsসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে নৌকার ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টায় নিখোঁজ ঐ যুবকেরর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম তৌফিক মিয়া (৩০)। তিনি উপজেলার খলিশাজুরী গ্রামের মুক্তিযুদ্ধা মো. ফকির সিরাজ মিয়ার ছেলে। শনিবার রাতে নৌকা ডুবির ঘটনায় ঐ যুবক নিখোঁজ ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াঘাট নতুন বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে পাটলাই নদীর সংলগ্ন (পাইতলাগাং) এ ঝড়ের কবলে পড়ে ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়, এ সময় ১৭ জনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ থাকেন। পরে সারা রাত পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালালে রবিবার সকাল ৮টার দিকে তৌফিক মিয়াার (৩০) মরদেহ উদ্ধার করা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গতকাল নৌকার ডুবির ঘটনায় নিখোঁজ ঐ যুবকের মরদেহ আজ সকালে নদী থেকে উদ্ধার করা হযেছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। SHARES দুর্ঘটনা বিষয়: