তাড়াশে রড বাহী ট্রলিতে ৩ জনের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশঃ সিরাজগঞ্জের তাড়াশে রড বাহী ট্রলির চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখুলা নামকস্থানে একটি রড বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে বাজারে ৩জন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে চাপা দিলে তাদের মৃত্যু হয়।এ সময় আহত একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন, উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন ও তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন । হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিক জানান, একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খালখূলা বাজারে লোকজনের ওপর উঠে পরে। এ সময় ২ জনের মৃত্যু হয় আর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যান। তাড়াশ ফায়ার ডিফেন্স ষ্টেশনের সাব অফিসার এসএম রেজাউল করিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। Post Views: ৫৫ SHARES দুর্ঘটনা বিষয়: