বাংলাদেশের বুকে আবারও গুলি চালালো ভারতীয় জওয়ানরা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মোঃ রুবেল হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সীমান্তে বিএসএফ-এর গুলিতে গতকাল বৃহস্পতিবার ২ বাংলাদেশি নিহত। বৃহস্পতিবার ভোরে উত্তরাঞ্চলীয় নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে গোলাগুলিতে ওই তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এতে আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছে বলেও স্থানীয় সূত্র থেকে জানা গেছে। তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে বলে জানা যাচ্ছে। পুরো ঘটনার খতিয়ে দেখে বিজিবি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বিজিবির একজন ক্যাম্প কমান্ডার মোখলেসুর রহমান। জানা যায়, ভোরের দিকে ২০/২৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিল। এ সময় ভারতীয় সীমান্তে কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদেরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ভারতীয় সীমান্তের ভেতরেই তিন জন নিহত হন। স্থানীয়রা দাবি করছেন তারা গরু ব্যবসার সাথে জড়িত। তবে বিএসএফ বিভিন্ন সময়ে বলেছে, সীমান্তে নানা সময়ে যারা গুলিতে নিহত হয়, মূলত তারা গরু পাচার ও চোরাকারবারের সাথে জড়িত থাকে। Post Views: ৮৪ SHARES অপরাধ বিষয়: