শোক সংবাদ! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ 80 Viewsনান্দাইল প্রতিনিধি-ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার দৈনিক সংবাদ ও স্থানীয় দৈনিক জাহান পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি মোঃ কামর“জ্জামান খাঁন গেনু (৫২) গত কাল শুক্রবার (২৪ জুলাই ২০২০) দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও নিজ বাড়িতে ইšে—কাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রাš— ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ শনিবার বিকালে তাঁর নিজ নিবাস সৈয়দগাঁও গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাযায় নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সাবেক এমপি খুররম খান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন। SHARES গণমাধ্যম বিষয়: