তাড়াশে ভিক্ষুকদের মাঝে মুরগীর ঘর বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ভিক্ষুকদের মাঝে মুরগীর ঘর বিতরণ করা হয়েছে। উপজেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সেচ্ছায় ১ দিনের বেতন কেটে জেলা প্রশাসকের নিকট জমা দেওয়ার বরাদ্দ টাকা থেকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ২ লক্ষ টাকা বরাদ্দ পায়। এই টাকা দিয়ে ২৬ জুলাই রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান ১০জন ভিক্ষুকের মাঝে ১টি করে মুরগীর ঘর,১০টি করে মুরগী,১০কেজি মুরগীর খাদ্য,১টি পানির পট, ১টি খাদ্যের পট ও ১টি করে তালা ভিক্ষুকদের বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্য¶ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বাবুল সেখ প্রমুখ। Post Views: ৬৭ SHARES সারা বাংলা বিষয়: