বাউফলে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০ 38 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেন এর সভাপতিত্বে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মো.আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আনিচুর রহমান বালী। মহিলা ভাইাস চেয়ারম্যান মোসা: মরিয়ম বেগম নিষু প্রমূখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,ইউপি সচিব ও উদ্যোক্তাদেরও ওই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। SHARES স্বাস্থ্য বিষয়: