তাড়াশ সদর ইউনিয়নে চাল বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ 20 Viewsমহসীন আলী,তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর ১০কেজি চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯জুলাই) সকালে তাড়াশ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ৭৫৫টি দুস্থ পরিবারের মাঝে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) আব্দুল লতিফ, ইউপি সদস্য আক্তার হোসেন, সোলায়মান আলী, ইউপি সচিব র্নিমুল মাহাতো প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: