দুই যুবলীগ নেতা খুন! বাউফলে ইউপি চেয়ারম্যানসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০ 28 Viewsপটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর বাজারে স্থাণীয় যুবলীগ নেতা রুমান ও ইসরাত খুনের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামী করে মোট ৫৯ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রুমানের ভাই মফিজ উদ্দিন মিন্টু বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাউফল থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এজাহারভুক্ত ৮ আসামী সহ মোট ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর মধ্যে দীর্ঘদিন থেকে অধিপত্য নিয়ে বিরোধ চলছে। দুই পক্ষই স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির সমর্থক। ওই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর বাজারে যুবলীগ নেতা রুমান ও ইসরাতকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। SHARES অপরাধ বিষয়: