সুনামগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ 32 Viewsসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্ম্ভরপুর উপজেলায় জমিতে হাল চাষ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (৩৫)। তিনি উপজেলার পলাস ইউনিয়নের মাঝের হাটি গ্রামের নুর মিয়ার ছেলে। । শনিবার সকালে দিকে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সকালে দিকে উপজেলায় বাড়ির পাশে জমিতে হাল চাষ করতে যান ঐ কৃষক। এমন সময় বজ্রপাত হলে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে বিশ্ম্ভবরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ^ম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সকালে হাওরে হাল চাষ করতে ঐ কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। SHARES দুর্ঘটনা বিষয়: